সাদুল্লাপুরে বোরো ধান ক্রয় শুরু

গাইবান্ধার সাদুল্লাপুরের সরকারি খাদ্য গুদামে সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান ও মিলারদের থেকে চাল ক্রয় শুরু হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি.বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2020, 01:25 PM
Updated : 13 May 2020, 01:25 PM

বুধবার বিকালে গাইবান্ধা-৩ (সাদুল্লাপু-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য ও কৃষকলীগের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নবীনেওয়াজ, উপজেলা লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকারিয়া খন্দকার, উপজেলা কৃষি কর্মকর্তা খাজানুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখ্খারুল ইসলাম  ও  সাদুল্লাপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অনিমেষ কুমারসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখ্খরুল ইসলাম বলেন, উপজেলার দুইটি সরকারি খাদ্য গুদামে প্রতি কেজি ২৬ টাকা দরে ২৯ শত ৫২ মেট্রিক টন বোরো ধান এবং প্রতি কেজি ৩৬ টাকা দরে ৩৭২৯ মেট্রিক টন সিদ্ধ চাল এবং প্রতি কেজি ৩৫ টাকা দরে ২৫২ মেট্রিকটন আতপ চাল সংগ্রহ করা হবে।