সাভারে সেমাই কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

ঢাকার সাভারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কাপড়ের রং মিশিয়ে সেমাই তৈরির অপরাধে এক কারখানা মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2020, 06:01 AM
Updated : 13 May 2020, 06:01 AM

এছাড়া ১০ লাখ টাকার মালপত্র ধ্বংস করা হয়েছে বলে র‌্যাব ৪-এর নির্বাহী ম্যাজিট্রেট মোহাম্মদ আনিসুর রহমান জানিয়েছেন।

মঙ্গলবার বিকালে সাভারের দেওগাঁও এলাকার শাহানা ফুড প্রোডাক্টস লিমিটেড নামে একটি কারখানায় অভিযান চালিয়ে এই দণ্ড দেওয়া হয়।

আনিসুর রহমান বলেন, কারখানাটিতে রংহীন ও রঙিন দুই ধরনের সেমাই উৎপাদন করে আসছিল। এগুলো আল মুসলিম সেমাই নামে বাজারে সরবরাহ করা হত।

“কাপড়ে ব্যবহারের রং মিশিয়ে অসাস্থ্যকর পরিবেশে ভেজাল সেমাই তৈরির অপরাধে কারখানার মালিক গোলাম রাব্বানীকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ১০ লাখ টাকার মালপত্র ও ভেজাল সেমাই জব্দ করে ধ্বংস করা হয়।”

নিরাপদ খাদ্য আইন ১৩-এর ৩৩ ধারা মোতাবেক এই দণ্ড দেওয়া হয় বলে তিনি জানান।

অভিযানে র‌্যাব ৪-এর পুলিশ সুপার নরেশ চাকমাসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।