ঠাকুরগাঁওয়ে ভার্চুয়াল আদালতে একজনের জামিন

করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকির মধ্যে তথ্যপ্রযুক্তির মাধ্যমে চলা ঠাকুরগাঁও আদালতে প্রথমদিন চারটি মামলায় জামিন আবেদন শুনানি হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2020, 07:43 PM
Updated : 12 May 2020, 07:43 PM

রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখর কুমার রায় বলেন, মঙ্গলবার জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ অনলাইনে এই চারটি মামলার শুনানি করেন। এর মধ্যে দুটি মাদক ও দুটি হত্যা মামলা।

“তারমধ্যে একটি মাদক মামলায় রানীশংকৈল উপজেলার কাশিপুর চিকন মাটি গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুল করিমের জামিন আবেদন মঞ্জুর করেন। অপর আবেদনগুলো নাকচ করা হয়।”  

করোনাভাইরাস মহামারীর মধ্যে সংক্রমণ ঝুঁকি এড়াতে অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালত চালানোর জন্য আইন করা হয়েছে। এই আইনের অধীনে সুপ্রিম কোর্টের হাই কোর্ট ও আপিল বিভাগসহ দেশের সব নিম্ন আদালতে বিচারক ও আইনজীবীসহ সংশ্লিষ্টদের ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে শুনানির বিধান রাখা হয়েছে।