‘মাদক’: বাবার পর ছেলেও করলেন আত্মহত্যা

যশোরে এক প্রবীণ ব্যক্তি আত্মহত্যা করার ‘আধা ঘণ্টার মধ্যে’ তার ছেলেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2020, 01:41 PM
Updated : 12 May 2020, 01:41 PM

মঙ্গলবার দুপুরে যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের কেদারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কেদারপুর গ্রামের মুদি ব্যবসায়ী সাহেব আলি (৬০) ও তার ছেলে আকরামুল (৩৫)।

কেশবপুর থানার অফিসার ওসি শেখ জসিম উদ্দিন জানান, মঙ্গলকোটের কেদারপুর গ্রামের মুদি ব্যবসায়ী সাহেব আলি (৬০) দুপুর ১২টার দিকে তার ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।

“ওই সময় বাড়ির অন্য সদস্যদের সঙ্গে ছেলে আকরামুলও তার বাবাকে উদ্ধারের কাজে অংশ নেন। কিন্তু এর মাত্র আধা ঘণ্টা পর বেলা সাড়ে ১২টার দিকে আকরামুল বাড়ি থেকে কিছু দূরে মাঠের এক গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।”

এ খবর পেয়ে কেশবপুর থানা থেকে পুলিশ গিয়ে লাশ দুইটি উদ্ধার করে।

এলাকাবাসী বলছে, একরামুল ‘মাদকাসক্ত ছিলেন।’ নেশার টাকা যোগাড়ের জন্য প্রায়ই তিনি এলাকায় বিভিন্ন ধরনের ‘অপরাধমূলক কাজ করতেন।’ এসব নিয়ে সালিশে তার বাবাকে কৈফিয়তের মুখে পড়তে হতো।

মঙ্গলবার সকালে এ নিয়ে বাবা-ছেলের তর্ক বাধে। এরপর প্রথমে বাবা ও পরে ছেলে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন বলে জানান তারা।

বিকালে মরদেহ দুইটি যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।