নওগাঁয় ভাইকে খুনের অভিযোগে ছোটভাই গ্রেপ্তার

নওগাঁয় ‘ধানের ভাগাভাগি নিয়ে’ লাঠির আঘাতে হত্যার অভিযোগে নিহতের ছোটভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2020, 01:15 PM
Updated : 12 May 2020, 01:15 PM

মঙ্গলবার ভোরে জেলার আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের পতিসর গ্রামের তাদের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় নিহত আব্দুর রহমান (৬০) এবং গ্রেপ্তার তার ছোট ভাই ফরিদ উদ্দিন (৪৫)। তাদের বাবা ওই গ্রামের হোসেন আলী।

আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন জানান, আত্রাই উপজেলার পতিসর গ্রামের হোসেন আলীর ছেলে আব্দুর রহমান ও ফরিদ উদ্দিনের মাঝে বেশ কিছুদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

“গত সোমবার দুপুরে বিবাদমান জমির কাটা ধানের ভাগ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকটি হয়। এক পর্যায় ছোট ভাই ফরিদ আব্দুর রহমানকে লাঠি ও নিমের শুকনো ডাল দিয়ে এলোপাতাড়ি মারপিট করেন।”

স্থানীয় লোকজন আব্দুর রহমানকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ১২টার দিকে আব্দুর রহমান মারা যান বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এ ঘটনায় নিহতের ছোট ভাই ফরিদকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।