কক্সবাজারে আরও নয়জন আক্রান্ত, জেলায় ১১০

কক্সবাজারে নতুন করে আরও নয়জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১১০ জনে দাঁড়াল।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2020, 01:12 PM
Updated : 12 May 2020, 01:12 PM

মঙ্গলবার কক্সবাজারের সিভিল সার্জন ডা. মো. মাহবুবর রহমান এ কথা জানান।

তিনি বলেন, কক্সবাজারের ৮টি উপজেলা, ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা এবং চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া থেকে মোট ১৭৬ জন সন্দেহভাজন রোগীর নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস পরীক্ষার জন্য পাঠানো হয়।

“তাদের ফলাফলে ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। অপর ১৬২ জনের রির্পোট নেগেটিভ। এদের মধ্যে কক্সবাজার জেলার ৯ জন রয়েছেন। বাকি ৫ জন বান্দরবন জেলার ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা।”

কক্সবাজারে আক্রান্তের মধ্যে পেকুয়ায় ৪ জন, চকরিয়ায় ৪ জন এবং টেকনাফের ১ জন রয়েছেন বলে জানান সিভিল সার্জন।