করোনাভাইরাসে নারায়ণগঞ্জে আক্রান্ত ১৩৭৫, মৃত্যু ৫৭

নারায়ণগঞ্জে করোনাভাইরাসে ১৩৭৫ জন আক্রান্ত হয়েছেন; মারা গেছেন ৫৭ জন। আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ১৬০ জন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2020, 11:01 AM
Updated : 12 May 2020, 11:01 AM

মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ বলেন, মঙ্গলবার করোনাভাইরাস সংক্রমণে আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪৭ জন। আইসোলেশনে থেকে সুস্থ হয়েছেন ১৬০ জন।

করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে নারায়ণগঞ্জকে চিহ্নিত করেছে আইইডিসিআর। এই পরিস্থিতিতে গত ৮ এপ্রিল থেকে নারায়ণগঞ্জ জেলাকে অবরুদ্ধ ঘোষণা করে আইএসপিআর। সিভিল সার্জন, এক উপজেলা স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ১১ চিকিৎসক এবং তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও আক্রান্ত হয়েছেন।

আক্রান্তের হার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও সদর উপজেলা এলাকায় সবচেয়ে বেশি বলে স্বাস্থ্য বিভাগের হিসাবে দেখা গেছে।