শরীয়তপুরে জ্বরাক্রান্ত রিকশাচালকের মৃত্যু

শরীয়তপুরে নড়িয়া উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2020, 10:21 AM
Updated : 12 May 2020, 10:37 AM

জেলার সিভিল সার্জন এস এম আবদুল্লঅহ আল মুরাদ জানান, মঙ্গলবার সকালে ৫৫ বয়স বয়সী ওই রিকশাচালক নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার বাড়ি উপজেলার কেদারপুর গ্রামে।

নড়িয়া  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম রাজিব বলেন, গত ২০/২২ ধরে ওই রিকশাচালক জ্বর-সর্দি ও গলা ব্যাথায় ভুগছিলেন। পরে তিনি এক ওঝার কাছে চিকিৎসা নেন। সোমবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাকে  হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টায় তিনি মারা যান।

ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং পরিবারের লোকজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে বলে জানান রাজিব।  

তিনি বলেন, ওই ব্যক্তির লাশ ইসলামী ফাউন্ডেশনের সহায়তায় সরকারি নীতিমালা অনুসরণ করে দাফনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।