রাঙামাটির আক্রান্ত ৪ জনের দ্বিতীয় পরীক্ষার রিপোর্ট ‘নেগেটিভ’

রাঙামাটির করোনাভাইরাসে আক্রান্ত হওয়া চারজনের দ্বিতীয়বারের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2020, 03:16 PM
Updated : 11 May 2020, 03:50 PM

সোমবার সিভিল সার্জন অফিসের ফোকাল পারসন মোস্তফা কামাল এ কথা জানান।

তিনি বলেন, সোমবার দুপুরে দুইজনের দ্বিতীয় পরীক্ষার রিপোর্ট রিপোর্ট নেগেটিভ আসে। এর আগে রোববারও দুইজনের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।

“এখন আমরা তৃতীয় পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করব।”

গত ২৯ মে এ চারজনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। পরে ৬ মে তাদের রিপোর্ট পজিটিভ আসে বলে জানান মোস্তফা কামাল।

তিনি বলেন, চারজনেরই তৃতীয় পরীক্ষার জন্য নমনুা সংগ্রহ করে চট্টগ্রাম বিআইডিআইটিতে পাঠানো হবে। তৃতীয় পরীক্ষার রিপোর্টেও যদি নেগেটিভ ফলাফল আসে তবে তাদের চূড়ান্তভাবে করোনাভাইরাস মুক্ত হিসেবে ঘোষণা করা হবে। তার আগ পর্যন্ত অবরুদ্ধই থাকতে হবে তাদের।