বজ্রপাতে পুড়ে ছাই মাঠের ধান

যশোরে বজ্রপাতে মাঠে কেটে রাখা ধান পুড়ে গেছে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2020, 01:08 PM
Updated : 11 May 2020, 01:08 PM

এ ঘটনা জেলার বাঘারপাড়া উপজেলার জামালপুরের এক মাঠে ঘটেছে।

সোমবার স্থানীয় ইউপি সদস্য সাদেকুর রহমান জানান, আগের রাতে সাড়ে ৯টার দিকে বৈশাখী ঝড়ের মধ্যে বজ্রপাতের বিকট শব্দ হয়। এ বজ্রপাতে জামালপুরের মাঠে কেটে রাখা ধানে আগুন ধরে যায়। মুহূর্তেই পুরো ধান পুড়ে ছাই হয়ে যায়।

তিনি বলেন, “আমরা বজ্রপাতে মানুষ মরতে দেখেছি কিন্তু ক্ষেতের ফসল পুড়ে যাওয়ার মত ঘটনা এই প্রথম দেখলাম।” 

ধানের মালিক উপজেলার ঘোষনগর গ্রামের কৃষক সোনা দেবনাথ সঞ্জয় জানান, তার কোনো জমি নাই। এলাকার গোসাঁইনাথ নামে একজনের একবিঘা জমি লিজ নিয়ে ১৬ কাঠা জমিতে জিরা মিনিকেট ধানের আবাদ করেছিলেন। এতে তার খরচ হয়েছিল ১২-১৩ হাজার টাকা।

রোববার রাত সাড়ে নয়টার দিকে ঝড়োহাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হয়। ওই সময় জমিতেই কেটে গাদা করে রাখা ছিল তার ধান। বজ্রপাতে আগুন ধরে যায় সেই ধানে বলে জানান তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম বলেন, এ বিষয়ে আমি খোঁজখবর নিয়েছি। সংশ্লিষ্ট কর্মকর্তাকে সেখানে পাঠানো হয়েছে।

বজ্রপাতের তীব্রতা বেশি হওয়ায় গাদা করে রাখা ধান পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।