নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস পরীক্ষা শুরু

নোয়াখালী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ল্যাবে করোনাভাইরাসের পরীক্ষা শুরু হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2020, 12:09 PM
Updated : 11 May 2020, 12:09 PM

স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য একরামুল করিম চৌধুরী সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ল্যাব দুটিতে করোনাভাইরাস পরীক্ষার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফিরোজ আহমদ বলেন,“করোনা ল্যাবে প্রতিদিন ৫০০ জনের পরীক্ষা করা হবে।”

এ সময় জেলা প্রশাসক তন্ময় দাস, সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান, নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ অধ্যক্ষ আব্দুস ছালাম, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি ডা. ফজলে এলাহী খান ও সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান, সাংবাদিক আবু নাছের মঞ্জু উপস্থিত ছিলেন।

নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ল্যাবে প্রতিদিন এক শিফটে  ৯৪ জনের পরীক্ষা করা হবে বলে স্বাচিপ সভাপতি ডা. ফজলে এলাহী খান জানান।

তিনি বলেন, “পরবর্তীতে দুই শিফট চালু হলে দৈনিক ১৮৮ জনের পরীক্ষা করা হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন পাওয়া যাবে।”