কোভিড-১৯: শরীয়তপুরে ২৪ ঘণ্টায় শনাক্ত আরও ৮ জন

শরীয়তপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও আটজনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে, যারা ঢাকা থেকে এসেছিল। 

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2020, 08:41 AM
Updated : 11 May 2020, 08:41 AM

সোমবার শরীয়তপুর জেলা সিভিল সার্জন ডা. আবদুল্লাহ আল মুরাদ এ কথা জানান।

তিনি বলেন, “এ নিয়ে জেলায় মোট ৬০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে দুইজন। দুইজন হাসপাতালে চিকিৎসাধীন ও দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। বাকিরা হোম আইসোলেশনে আছেন।”

শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগের করোনাভাইরাস ফোকাল পার্সন আবদুর রশিদ বলেন, শরীয়তপুরে  নতুন আটজন করোনাভাইরাসের রোগীর মধ্যে ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের ৬ জন, ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নে ১ জন ও জাজিরা উপজেলার ১ জন রয়েছেন।

তাদের মধ্যে ৫ জন পুরুষ, ৩ জন নারী ও শিশু। এদের বয়স ৫, ১৯, ২৫, ২৬, ৩৫, ৫০ ও ৫৫- এর মধ্যে বলে জানান তিনি।