করোনাভাইরাস: চট্টগ্রাম ফেরত তরুণী বাগেরহাটে আক্রান্ত

বাগেরহাটের কচুয়া উপজেলায় চট্টগ্রাম ফেরত এক তরুণীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2020, 05:20 AM
Updated : 11 May 2020, 05:20 AM

২৫ বছরের এই তরুণীকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে বলে সেখানকার চিকিৎসক মো. মনজুরুল আলম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত ৬ মে ওই তরুণী বন্দর নগরী চট্টগ্রাম থেকে কচুয়ার বাড়িতে আসেন। তার কোনো উপসর্গ নেই। কিন্তু চট্টগ্রাম থেকে আসার কারণে প্রতিবেশীরা স্বাস্থ্য বিভাগকে খবর দেয়। স্বাস্থ্যকর্মীরা গিয়ে তরুণীকে হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে এনে রাখে।  পরে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা করা হলে তার পজিটিভ আসে।

মনজুরুল বলেন, ওই তরুণীকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি সুস্থ রয়েছেন। ওই তরুণীর সংস্পর্শে আসা পরিবারের চারজনকে হোম কোয়ারেন্টিনে রেখে বাড়িটি অবরুদ্ধ করা হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

মনজুরুল জানান, বাগেরহাটে নারী ও শিশুসহ মোট চারজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তার মধ্যে একজনের শনাক্ত হয় মৃত্যুর পর। অন্য তিনজন সুস্থ রয়েছেন। এরা সবাই জেলার বাইরে থেকে ফিরেছেন।