নারায়ণগঞ্জে ‘মারধরে’ আ.লীগ নেতার মৃত্যু

নারায়ণগঞ্জে প্রতিপক্ষের মারধরে স্থানীয় আওয়ামী লীগ নেতার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2020, 02:30 PM
Updated : 10 May 2020, 02:30 PM

‘মারধরে অসুস্থ’ ওই নেতা রোববার ভোরে জেলার কুতুবপুরের রসূলপুর ভাঙ্গাপুলে তার বাড়িতে মারা যান বলে জানিয়েছেন নিহতের স্ত্রী।

এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্থানীয় বাসিন্দা ইব্রাহিম খানসহ দুইজনকে আটক করেছে। তবে অপরজনের নাম জানা যায়নি।

নিহত আব্দুল কাদের (৫৫) কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহতের স্ত্রী বাদী হয়ে অভিযোগ দিয়েছেন জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় রোববার বিকালে অভিযুক্ত দুই জনকে আটক করা হয়েছে।

নিহত কাদেরের স্ত্রী ফিরোজা বেগম অভিযোগ করে বলেন, গত শনিবার সন্ধ্যার পর সালিশে তাদের এলাকার ইব্রাহিম খান ও রোকন মেম্বার গ্রুপের লোকজন তার স্বামীকে এলোপাতাড়ি বুকে লাথিসহ মারধর করেন। মারধরের শিকার কাদের দৌঁড়ে বাড়িতে চলে আসেন।

“সন্ত্রাসীরা বাড়ির সামনে অবস্থান নেন এবং দোকানের শার্টারে এলোপাতাড়ি কুপিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

“মারধরে তার স্বামী কাদের বাড়িতে অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও সন্ত্রাসীরা নিতে দেয়নি। দোকান থেকে ওষুধ আনার চেষ্টা করলেও সন্ত্রাসীরা বাসা থেকে কাউকে বের হতে দেয়নি।

“বাড়িতে মারধরে অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় রোববার ভোরে তার মৃত্যু হয়।”