রাবি শিক্ষক রাসেলের পর তার ভাইও মারা গেলেন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহাবুবুর রহমান রাসেলের মৃত্যুর সপ্তাহ না ঘুরতেই তার এক ভাই মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2020, 02:15 PM
Updated : 10 May 2020, 02:15 PM

রোববার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জে চন্দ্রগঞ্জ পূর্ববাজারের এক ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রয়াত মশিউর রহমান মুক্তি প্রবাস জীবন ছেড়ে কয়েক বছর আগে দেশে ফেরেন।

এর আগে গত মঙ্গলবার ভোররাতে মাহাবুবুর রহমান রাসেল মারা যান।

প্রয়াতের কাকা আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জে বাড়িতে মশিউর রহমান মুক্তির বুকের ব্যথা ওঠে। অজ্ঞান হয়ে পড়লে তাকে চন্দ্রগঞ্জ পূর্ববাজারের এক ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার রাত সাড়ে ১০টায় জানাজার পর রাসেলের পাশে পারিবারিক গোরস্তানে দাফন করা হবে বলে জানিয়েছেন আব্দুল মতিন।

এর আগেও প্রয়াতদের এক বোন ও এক ভাই মারা যান। তাদের বোন সেলিনা আক্তার ঝর্ণার মৃত্যুর পর প্রায় দুই দশক আগে বড়ভাই মিজানুর রহমান বিপ্লবও মারা যান।

প্রয়াতরা বাবা-মা, দুই বোন ও এক ভাইকে রেখে গেছেন।