জ্বর-শ্বাসকষ্টে ব্যবসায়ীর মৃত্যু নেত্রকোণায়

জ্বর, শ্বাসকষ্টসহ নানা উপসর্গ নিয়ে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2020, 01:12 PM
Updated : 10 May 2020, 01:12 PM

উপজেলা সদরের রাউতপাড়ায় ভাগিনার বাসায় শুক্রবার রাতে ৪৫ বছর বয়সী এই ব্যক্তির মৃত্যু হয়। তাদের বিাড়ি একই উপজেলার গাগলাজুর চৌড়াপাড়া গ্রামে।

তিনি সিলেটসহ বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ ব্যবসা করতেন বলে স্বজনরা জানিয়েছেন।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুবীর সরকার জানান, এই ব্যক্তি বৃহস্পতিবার গ্রামের বাড়ি থেকে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে মোহনগঞ্জ হাসপাতালে আসেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে করোনাভাইরাস রোগী সন্দেহ হওয়ায় তার নমুনা সংগ্রহ করেন এবং তাকে বাড়িতে আইসোলেশনে থাকার পরমর্শ দেন।

“পরে তিনি উপজেলা সদরে তার ভাগিনার বাসায় চলে যান। শুক্রবার রাতে সেখানে তার মৃত্যু হয়।”

সুবীর সরকার জানান, তিনি নিজে, পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক, স্বাস্থ্য পরিদর্শক শ্যামল চৌধুরী উপস্থিত থেকে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন।

তিনি আরও জানান, মৃতের বাসার চার জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তাদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।