চুয়াডাঙ্গায় গুদামে পচা চাল, ব্যবসায়ীর জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এক ব্যবসায়ীর গুদাম থেকে ১০০ বস্তা পচা চাল উদ্ধারের পর তাকে পাঁচ লাখ টাকা জরিমানাসহ এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2020, 10:25 AM
Updated : 10 May 2020, 10:25 AM

রোববার চাল ব্যবসায়ী অশোক সাহার গুদামে এই অভিযান চালান উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটন আলী।

আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির জানান, খাদ্য মন্ত্রণালয়ের সরকারি ছাপ দেওয়া চলের বস্তায় ৫০ বস্তা পচা চাল কেউ কুমার নদীতে ফেলে রেখেছিল। শনিবার রাতে খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে। ওই চাল একেবারে নষ্ট হয়ে গেছে।

“এরপর অনুসন্ধানে নেমে উপজেলা প্রশাসন রোববার সকাল থেকে কয়েকটি সন্দেহভাজন গুদামে তল্লাশি চালায়। এক পর্যায়ে চাল ব্যবসায়ী অশোক সাহার গুদামে ১০০ বস্তা পচা চাল পাওয়া যায়।”

ওসি বলেন, তখন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীকে পাঁচ লাখ টাকা জরিমানাসহ এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আলমডাঙ্গার ইউএনও লিটন আলী বলেন, নষ্ট চাল নদীতে ফেলার আগে ‘সরকারি’ বস্তায় ভরে ফেলা হয়েছে। এটা এক ধরনের ষড়যন্ত্র বলে মনে হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।