‘দ্বিগুণ বিল নিয়ে বিপাকে’ যশোরে পল্লী বিদ্যুৎ গ্রাহক

করোনাভাইরাস মহামারীর সময় যশোরে পল্লী বিদ্যুতের অনেক গ্রাহক ‘দেড় থেকে দুই গুণ বেশি বিল নিয়ে বিপাকে’ পড়েছেন।

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2020, 06:06 AM
Updated : 10 May 2020, 06:08 AM

পল্লী বিদ্যুৎ সমিতি-১ কর্তৃপক্ষ ‘গড় বিলের’ নামে অতিরিক্ত বিল ধরিয়ে দিচ্ছে বলে তাদের অভিযোগ।

গড় বিল সম্পর্কে বিদ্যুৎ বিলের কপিতে লেখা থাকছে, “আপনার অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনার গত বছরের একই সময়/একই মাসের বিদ্যুৎ ব্যবহারের ভিত্তিতে গড় বিল প্রণয়ন করা হল। কোনো অসংগতি থাকলে পরবর্তীতে তা সংশোধন/সমন্বয় করা হবে।”

কিন্তু গ্রাহকরা বলছেন, গড় বিলের চেয়ে তাদের দেড় থেকে দুই গুণ বেশি বিল দেওয়া হয়েছে।

শার্শা উপজেলার নামাজগ্রামের আলি আজগার বলেন, এপ্রিলে তার বিল এসেছে ১২২৪ টাকা। অথচ গত বছর এপ্রিলে এই বিল ছিল ৬৬৭ টাকা।

মহামারীতে বেকারত্বের দিনে তিনি এই অতিরিক্ত বিল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বলে জানান।

নাভারন ফজিলাতুন নেছা মহিলা কলেজের হিসাববিঞ্জান বিভাগের অধ্যাপক বখতিয়ার খলজি বলেন, “প্রতিটি বিলে গত বছরের চেয়ে দেড় থেকে দ্বিগুণ বেশি করে দেওয়া হচ্ছে।”

শার্শা উপজেলার ভবেরবেড় গ্রামের বাসিন্দা আওয়াল হোসেন বলেন, গত বছর এপ্রিলে তার বিল এসেছিল ৮০০ টাকা। এ বছর এপ্রিলে এসেছে ১২৮৪ টাকা।

আরও অনেক গ্রাহক এমন অভিযোগ করেছেন।

এ বিষয়ে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর বাগআঁচড়া সাব জোনাল অফিসের এজিএম মামুন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহামারীর কারণে তারা বাড়ি বাড়ি গিয়ে মিটার দেখতে পারেননি।

“আমরা বুঝছি কিছু গরমিল হয়েছে। অতিরিক্ত বিল পরে সমন্বয় করে দেওয়া হবে। তাছাড়া অফিসে আসলেও ঠিক করে দিচ্ছি।”