ঢাকার কেরানীগঞ্জের এক হাসপাতালে চিকিৎসকসহ সাতজন আক্রান্ত

ঢাকার কেরানীগঞ্জের এক হাসপাতালের চিকিৎসক সাতজন আক্রান্তের খবর পাওয়া গেছে। এদিন নতুন করে মোট ২৮ রোগী শনাক্ত হয়েছেন।

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2020, 05:01 PM
Updated : 9 May 2020, 05:01 PM

শনিবার রাত ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন এ তথ্য জানিয়ে বলেন, এ নিয়ে এ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে সরকারি হিসাবে ২৯৪ জনে দাঁড়াল। এতে মৃত্যু হয়েছে আটজনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।

স্বাস্থ্য কর্মকর্তা জানান, ৩ থেকে ৬৬ বছর বয়সী আক্রান্তরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের মধ্যে কেরানীগঞ্জের সাজিদা হাসপাতালের ৬৬ বছর বয়সী এক অধ্যাপক রয়েছেন।

এছাড়াও ৩ ও ৯ বছর বয়সী দুই শিশু রয়েছে এবং বাকিদের বয়স ১৯ থেকে ৫৫ বছর।

শনিবার বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন সময়ে আসা পরীক্ষার ফলাফলের মাধ্যমে একদিনে নতুন করে ওই ২৮ রোগী শনাক্ত করা হয়েছে। 

নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ডা. মোবারক বলেন, এ উপজেলায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।