কোভিড-১৯: চুয়াডাঙ্গায় জীবাণুনাশক টানেল স্থাপন

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চুয়াডাঙ্গা শহরে একটি জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2020, 02:27 PM
Updated : 9 May 2020, 02:27 PM

শহীদ হাসান চত্বরের প্রধান সড়কের পাশে স্থাপন করা টানেলটি শনিবার উদ্বোধন করা হয়েছে।  

জেলা প্রশাসনের অর্থায়নে সেনাবাহিনী এই টানেলটি স্থাপন করেছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

শনিবার দুপুর থেকেই টানেলটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে জানিয়ে জেলা প্রশাসক জানান, শহরে আসা যে কেউ এই টানেলের ভিতর দিয়ে যাতায়াত করে নিজেকে জীবাণুমুক্ত করতে পারবেন।

“এই টানেলের ভেতর দিয়ে যাওয়ার সময় সয়ংক্রিয়ভাবে বাতাসের মাধ্যমে জীবাণুমুক্ত হতে পারবেন যাতায়াতকারীরা।”

এই টানেলের কারণে কিছুটা হলেও করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলা করা সম্ভব হবে বলে মনে করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

উদ্বোধনের সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক, পুলিশ সুপার ছাড়াও চুয়াডাঙ্গায় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসিফ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, শহরের বড় মার্কেটগুলোর সামনেও এমন টানেল স্থাপন করা হবে। সংশ্লিষ্ট এসব মার্কেট কর্তৃপক্ষ মার্কেটের সামনে টানেল স্থাপন করতে সম্মত হয়েছেন।