খাগড়াছড়িতে ব্যাংক কর্মকর্তাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

খাগড়াছড়িতে অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2020, 09:40 AM
Updated : 9 May 2020, 09:40 AM

সদর থানার ওসি মো. রশীদ জানান, শুক্রবার রাতে জেলা শহরের কলাবাগান এলাকায় আলেফ খান (৬৯) এই সাবেক ব্যাংক কর্মকর্তাকে হত্যা করা হয় বলে তারা অভিযোগ পেয়েছেন।

আলেফ জনতা ব্যাংক থেকে অবসরে গিয়ে একটি বিদ্যালয়ে খণ্ডকালীন হিসাব রক্ষকের দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ জানায়, টাকার জন্য প্রায়ই বাবাকে মারধর করতেন তার ছেলে জাহাঙ্গীর আলম। শুক্রবার রাতেও টাকার জন্য কথাকাটাকাটির একপর্যায়ে বাবাকে মারধর করে গলা চেপে ধরেন তিনি।

ওসি রশীদ বলেন, নিহত আলেফ খানের মেয়ে আনোয়ারা খানম তার বাবাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলার পর গভীর রাতে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।