মাগুরায় আমপাড়া নিয়ে বিরোধের জেরে কৃষককে হত্যা

মাগুরার মহম্মদপুরে গাছ থেকে আমপাড়া নিয়ে বিরোধের জেরে লাঠিপেটায় এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তার ছেলে। 

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2020, 07:12 AM
Updated : 9 May 2020, 07:12 AM

উপজেলার ফুলবাড়ি গ্রামে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস জানান।

নিহত আব্দুর রহিম ওই গ্রামের দবির শেখের ছেলে।

এ ঘটনায় আহত হয়েছেনস রহিমের ছেলে ইয়ামিন শেখ।

ঘটনার বর্ণনায় ইয়ামিন বলেন, শুক্রবার সকালে ফুলবাড়ি গ্রামের কাশেম শেখের ছেলে ইসমাইল শেখ ও নয়ন শেখ তাদের বাড়ির গাছের আম পাড়দে আসে। এ সময় বাড়ির দুই নারী তাদের বাধা দেয়।

এতে ইসমাইল ও নয়নউত্তেজিত তাদের গালিগালাজ করে এবং মারধর করতে এগিয়ে আসে। পরে ওই দুই নারী পালিয়ে অন্য বাড়িতে আশ্রয় নেয়। এরপর তারা বাড়িতে গেলে তাদের ঘটনাটি জানানো হয়।

“পরে আমি ও বাবা এ বিষয় নিয়ে ইসমাঈল ও নয়নের কাছে শুনতে গেলে তারা আমাদের লাঠিপেটা শুরু করে। এ সময় বাবা আহত হলে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এ বিষয়ে ওসি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া এবং যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের আটকের চেষ্টা চলছে।