খাগড়াছড়ির ‘একমাত্র কোভিড-১৯ রোগী সুস্থ’

খাগড়াছড়ির ‘একমাত্র কোভিড-১৯ রোগী সুস্থ’ হয়েছেন, যিনি নারায়ণগঞ্জ থেকে এসে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2020, 04:03 AM
Updated : 9 May 2020, 04:03 AM

পরপর দুইবার পরীক্ষায় ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন নূপুরকান্তি দাশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এ জেলার প্রথম ও একমাত্র রোগীর কোভিড-১৯ পরীক্ষায় দ্বিতীয়বারের মত নেগেটিভ এসেছে। শুক্রবার দ্বিতীয়বার পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। পরপর দুইবার নেগেটিভ আসায় এই মুহূর্তে খাগড়াছড়িতে আর কোনো কোভিড-১৯ রোগী নেই।”

নারায়ণগঞ্জ ফেরত ওই ব্যক্তি গত ১৮ এপ্রিল খাগড়াছড়ির দীঘিনালায় আসেন। সেখানে তাকে একটি বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। ২২ এপ্রিল চট্টগ্রামের বিআইটিআইডিতে পরীক্ষায় তার পজেটিভ আসে।

সিভিল সার্জন বলেন, তার অবস্থার উন্নতি হওয়ায় গত ৬ মে আবার পরীক্ষা করা হলে নেগেটিভ আসে। তারপর আবার পরীক্ষা করা হলেও নেগেটিভ আসে।