কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা প্রতারণার মামলায় গ্রেপ্তার ভোলায়

ঢাকার একটি প্রতারণার মামলায় বাংলাদেশ ছাত্রলীগের এক কেন্দ্রীয় সহ-সভাপতিকে ভোলায় গ্রেপ্তার করেছে পুলিশ।    

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2020, 04:33 PM
Updated : 8 May 2020, 04:33 PM

ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, বুধবার রাতে ভোলা শহরের গাজীপুর রোডের বাসা থেকে তরিকুল ইসলাম মুমিনকে গ্রেপ্তার করে রাজধানীর তেজগাঁও থানা পুলিশ।

“তেজগাঁও থানা পুলিশ তাকে গ্রেপ্তার সহায়তা চাইলে ভোলা সদর মডেল থানা পুলিশের মোবাইল টিম সহায়তা করে।”

এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার রুবাইয়াত জামান বলেন, “গত ৫ মে তেজগাঁও থানায় একটি প্রতারণার মামলা হয়েছে, যেখানে তিনজনকে আসামি করা হয়। এদের মধ্যে তরিকুল ইসলাম মুমিনকে ভোলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।” 

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য গ্রেপ্তার তরিকুল ইসলাম মুমিনের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে বলেন, “মুমিনের বিষয়টি আমরা তদন্ত করছি। বিভিন্ন মাধ্যম থেকে আমরা খোঁজ-খবর নিচ্ছি। এই অভিযোগের সঙ্গে সম্পৃক্ততা থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।”