করোনাভাইরাস: মাগুরায় পুলিশসহ আক্রান্ত ৩

মাগুরায় পুলিশ সদস্যসহ নতুন করে আরও তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2020, 10:40 AM
Updated : 8 May 2020, 10:40 AM

তাদের দুইজন সদর উপজেলার আর একজন শ্রীপুর উপজেলার বলে জেলার সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শুক্রবার তারা এই তিনজনের প্রতিবেদন পেয়েছেন। তারা হলেন জেলা শহরের কলেজপাড়ার ৫৫ বছর বয়সী এক ব্যক্তি, ২১ বছর বয়সী এক পুলিশ সদস্য ও শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের ২২ বসর বয়সী এক তরুণী। কলেজপাড়া ও শ্রীপুরে আক্রান্ত দুইজনকে তাদের বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।  আর পুলিশ  সদস্যকে পুলিশ লাইন্সে রাখা হয়েছে।

সিভিল সার্জন বলেন, এই নিয়ে এ জেলায় মোট আটজনের করোনাভাইরাস শনাক্ত হল। তাদের মধ্যে দুইজন সুস্থ হয়ে উঠেছেন। শুক্রবার পর্যন্ত এ জেলা থেকে মোট সন্দেহজনক ২৭৫টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ২১৫টির প্রতিবেদন পাওয়া গেছে। তার মধ্যে মোট পজিটিভ এসেছে আটজনের। মোট  দুই হাজার ১৬৭ জনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। ইতোমধ্যে এক হাজার ৯১৪ জনের কোয়ারেন্টিনের মেয়াদ শেষ করেছেন।