করোনাভাইরাসের আকালে পদ্মফুলে স্বস্তি

করোনাভাইরাস সংক্রমণ রোধে ফরিদপুরের ঘরবন্দি মানুষদের ‘সতেজ’ করছে এক ডোবায় ফোটা হাজারো পদ্মফুল।

শেখ মফিজুর রহমান শিপন ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2020, 06:06 PM
Updated : 7 May 2020, 06:06 PM

ফরিদপুর শহরের প্রাণ কেন্দ্র সরকারি রাজেন্দ্র কলেজের পাশে এবং সিভিল সার্জনের বাসভবনের পাশের পরিত্যক্ত পুকুরে এ পদ্মফুলের প্রকৃতির সম্ভার উপভোগ করতে ভোর আর বিকালে  অনেককে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘুরতে দেখা গেছে।

তিন বছর আগে ফরিদপুরের সাবেক সিভিল সার্জন পদ্মফুল প্রেমী ডা. অরুণ কান্তি বিশ্বাস এ ফুল ফোটানোর উদ্যোগ নেন।

পদ্ম পুকুরটি দেখতে আসা এক মেডিকেল কলেজের শিক্ষার্থী ফাল্গুনী আলমও ইশরাত জাহান লিমা তিনি বলেন, “করোনার ভয়াবহতার সময়ে দিনভর রোগী নিয়ে কাজ করতে করতে অনেকটাই ক্লান্ত।

“নিজেকে একটু রিফ্রেস (সতেজ) করতেই আমরা পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করতে এসেছি। ফুলের সৌন্দর্যে মুগ্ধ আমরা।”

তবে পুকুরের চার পাশ সংস্কার করার দাবিও জানিয়েছেন দর্শনার্থীরা।

পদ্ম পুকুর দেখতে আসা ফরিদপুরের সিনিয়র সংবাদকর্মী পান্ন বালা জানান, এবার এমন এক সময়ে ফুল ফুটেছে, যখন করোনাভাইরাসের প্রদুর্ভাবে মানুষ চার দেয়ালে বন্দি।
“প্রতিদিন ভাইরাসে আক্রান্ত আর মৃত্যুর খবরে বিচলিত সবার মন। তবে এই পুকুরে পদ্মফুল ফুটেছে জেনে গেছেন অনেকে। ঘরে থেকে হাপিয়ে ওঠা কেউ কেউ পদ্মফুল দেখা আর একটু নির্মল বাতাস নিতে ছুটে আসছেন পুকুর পাড়ে।”
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছীদ্দিকুর রহমান বলেন, “আসলেই পুকুরটি দৃষ্টি নন্দন হয়েছে। অনেকেই আসছে পদ্মফুলের রূপ দেখতে।”
তিনি বলেন, পুকুরটি সংস্কার করে এবং পুকুর পাড়ের চারপাশ বাঁধানো হলে দর্শনার্থীরা বসতে পারবে। পরিবেশটা সুন্দর হবে।
সরকার পুকুরটি সংস্কার করে দিলে ফরিদপুরবাসীসহ আশপাশের মানুষ এসে পদ্মফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবে বলে মনে করেন তিনি।