জয়পুরহাটে কোয়ারেন্টিনের মেয়াদ শেষে কোভিড-১৯ শনাক্ত

জয়পুরহাটে এক স্বাস্থ্যকর্মীসহ আরও চারজনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন শনাক্ত হয়েছেন কোয়ারেন্টিনের মেয়াদ শেষে।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2020, 10:37 AM
Updated : 7 May 2020, 10:37 AM

জেলার সিভিল সার্জন সেলিম মিঞা জানান, বুধবার রাতে তারা এই চারজনের প্রতিবেদন পেয়েছেন। চারজনের একজন হলেন কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী কম্পাউন্ডার। এ নিয়ে এ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮ জনে।

আক্রান্তদের মধ্যে একজন হোম কোয়ারেন্টিনে ছিলেন জানিয়ে তিনি বলেন, কোয়েরেন্টিনের মেয়াদ শেষ হলেও পরীক্ষায় তার পজিটিভ এসেছে। এই ব্যক্তি শ্বশুরবাড়িতে কোয়ারেন্টিনে ছিলেন। মেয়াদ শেষ হওয়ায় শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে চলে গেছেন।

এতে ওই এলাকায় সংক্রমণের আশঙ্কা রয়েছে বলে জানান সিভিল সার্জন।

এ বিষয়ে জয়পুরহাট থানার ওসি শাহরিয়ার খান বলেন, যেহেতু তার পজিটিভ এসেছে, তিনি যেখানেই যান না কেন, খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।