বরগুনায় ডিজিটাল নিরাপত্তা আইনে ২ সাংবাদিক গ্রেপ্তার

বরগুনায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা এক মামলায় দুই সাংবাদিকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2020, 10:00 AM
Updated : 7 May 2020, 10:31 AM
সদর থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, বুধবার রাতে এক নারী মামলা করার পর তাদের আটক করা হয়। বৃহস্পতিবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আটক দুই সাংবাদিক হলেন বাংলা ট্রিবিউনের বরগুনা প্রতিনিধি সুমন শিকদার ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের বরগুনা প্রতিনিধি জামাল মীর।

ওসি আবির মামলার নথির বরাতে বলেন, আসামিরা গত ৬ এপ্রিল রাতে ওই নারীর বাসায় গিয়ে তাদের বিরুদ্ধে যৌনবৃত্তির অভিযোগ তোলেন। তারা ওই নারী ও তার মায়ের ভিডিও করে ইউটিউব চ্যানেলে প্রচার করে তাদের সম্মানহানি করেছেন। এছাড়া আসামিরা টাকা ও সোনার গয়না লুট করেছেন বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

ভিডিওটি গত ২৪ এপ্রিল জামাল মীরের ইউটিউব চ্যানেলে প্রচার করা হয় বলে জানান ওসি আবির।

তিনি বলেন, এ ঘটনায় ওই নারী সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ মামলার পর ওই রাতেই বাংলা ট্রিবিউনের বরগুনা প্রতিনিধি সুমন শিকদার ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের বরগুনা প্রতিনিধি জামাল মীরসহ চারজনকে গ্রেপ্তার করেছে। অন্য তিনজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।