করোনাভাইরাস: গোপালগঞ্জে ৪৪ জনের মধ্যে ৪১ জন সুস্থ

গোপালগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত ৪৪ জনের ৪১ জন সুস্থ হয়েছেন বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2020, 08:55 AM
Updated : 7 May 2020, 09:13 AM

জেলার সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, গত ১২ দিনে মাত্র দুইজনের করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে। তাদের মধ্যে ৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন।

অন্য তিনজনের দুইজন বাড়িতে আর একজন হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি জানান।

সিভিল সার্জন বলেন, গত ৯ এপ্রিল থেকে এ পর্যন্ত এ জেলায় মোট এক হাজার ১৩০ জনের পরীক্ষায় ৪৪ জনের পজিটিভ আসে। তাদের মধ্যে একজন চিকিৎসক ও ১৭ জন পুলিশ সদস্য রয়েছেন।

গোপালগঞ্জের করোনাভাইরাস মহামারী পরিস্থিতি সম্পর্কে জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, সংক্রমণ রোধে এ জেলাকে গত ১৪ এপ্রিল রাত ১০টা থেকে অবরুদ্ধ করা হয়। এছাড়া সমাজিক দূরত্ব নিশ্চিত করতে উম্মুক্ত স্থানে বাজার সরিয়ে নেওয়া হয়।

“জেলা, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগসহ সবাই সরকার নির্দেশিত সব ধরনের কাজ করে যাচ্ছেন। এ কারণে কিছুটা সুফল পাওয়া গেছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।”