শিমুলিয়া ফেরিঘাটে ঢাকামুখীদের স্রোত অব্যাহত

রোজার ঈদ সামনে রেখে সরকার লকডাউনের বিধিনিষেধ শিথিল করার পর দক্ষিণাঞ্চল থেকে ঢাকামুখী মানুষের স্রোত অব্যাহত রয়েছে।   

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2020, 06:13 PM
Updated : 6 May 2020, 06:13 PM

গত কয়েকদিনের মতো বুধবারও মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়ায় বিভিন্ন যানবাহনের সঙ্গে শত শত মানুষ আসতে দেখা গেছে।

গণপরিবহন বন্ধ থাকায় শিমুলিয়া থেকে মানুষকে নসিমন, করিমন, টেক্সিক্যাবসহ নানা যানবাহনে ঢাকামুখী হতে হয়েছে।

বুধবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে সরেজমিনে দেখা গেছে, ওপার থেকে শত শত লোক ফেরি পার হয়ে ঢাকায় যাচ্ছে। যখনই কোনো ফেরি কাঁঠালবাড়ি থেকে শিমুলিয়া ঘাটে পৌঁছছে তখন ওই ফেরিতে কিছু সংখ্যক গাড়ির সঙ্গে নামছে মানুষের স্রোত।

করোনাভাইরাসের এই মহামারীতে সংক্রমণের প্রবল ঝুঁকির মধ্যেও সামাজিক দূরত্ব মেনে চলার সব প্রয়োজনই যেন শেষ হয়ে গেছে তাদের।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক সিরাজুল কবির জানান, গত দুই দিন ধরে নানা মানুষ ফেরিতে করে পদ্মা পারি দিয়ে ঢাকায় যাচ্ছে বিকল্প যানবাহনে। নানা শ্রেণির চাকরিজীবী, ব্যবসায়ীসহ কর্মজীবী মানুষ এখন ঢাকামুখী।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম শফিকুল ইসলাম জানিয়েছেন, এখনও সীমিত আকারে ফেরি চলাচল করছে। দিনের বেলায় গুটি কয়েক ফেরি চলাচল করে; রাতে চলাচল করে বেশি। কারণ রাতের বেলায় বিভিন্ন পণ্যবাহী যানবাহনকে অগ্রাধিকার ভিত্তিতে পার করা হয়।

মাওয়া ট্রাফিক জোনের ট্রাফিক পরিদর্শক হিলাল উদ্দিন বলেন, দক্ষিণবঙ্গ থেকে শত শত ঢাকামুখী লোক আসলেও গত দিনের চেয়ে আজ চাপ কিছুটা কম।