নারায়ণগঞ্জে যুবলীগকর্মীকে গলাকেটে হত্যা, পাল্টা তাণ্ডব

করোনাভাইরাস মহামারীতে অবরুদ্ধ অবস্থার মধ্যে নারায়ণগঞ্জে এক যুবলীগকর্মীকে বাড়িতে ঢুকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2020, 04:30 PM
Updated : 6 May 2020, 04:30 PM

এর পাল্টায় নিহতের পক্ষের লোকজন শতাধিক বসতবাড়ি ও দোকানপাটে তাণ্ডব চালিয়েছে।

বুধবার রুপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান।

নিহত আনোয়ার হোসেন উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের মৃত বাদশা মিয়ার ছেলে এবং ওই এলাকায় যুবলীগের সক্রিয় সদস্য বলে স্থানীয়রা জানান।

এ ঘটনায় পুলিশ অজিউল্লাহ নামে একজনকে গ্রেপ্তার করেছে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে ওসি মাহমুদুল হাসান বলেন, আনোয়ার হোসেনের সঙ্গে একই এলাকার সানাউল্লাহ মিয়ার বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে আনোয়ার হোসেনের সঙ্গে সানাউল্লাহ ও তার লোকজনের বাগবিতণ্ডা হয়। এ নিয়ে দুপক্ষের হাতাহাতি ও সংঘর্ষ হয়।

“বুধবার দুপুরে একদল লোক ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আনোয়ার হোসেনের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কোপায় এবং ধারালো ছুরি গলা কেটে গুরুতর আহত করে।”

আশপাশের লোকজন আনোয়ার হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন বলে ওসি জানান।
ওসি আরও বলেন, দুপুরে আনোয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চনপাড়া বস্তি থেকে লোকজন পূর্বগ্রামের শতাধিক বাড়িঘরে ও দোকাপনপাটে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় হামলাকারীরা হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। হামলায় ২০ থেকে ২৫ জন আহত হয়েছে।

খবর পেয়ে পুলিশ গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ওসি জানান।

ওসি মাহমুদুল হাসান আরও বলেন, নিহত আনোয়ার হোসেনের বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

“এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অজিউল্লাহ নামে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”