নীলফামারীতে ত্রাণের দাবিতে রিকশা চালকদের সড়ক অবরোধ

নীলফামারীতে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করেছে রিকশা চালকরা।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2020, 01:17 PM
Updated : 6 May 2020, 04:09 PM

বুধবার সকাল ১০টা থেকে শহরের কালিবাড়ি মোড়ে ঘণ্টাব্যাপী ওই অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এ সময় ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে নীলফামারী পৌরসভার মেয়র ও রিকশা শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আখতার ঘটনাস্থলে যান0 পরে তাদের আশ্বাসে সড়ক থেকে চলে যায় রিকশা চালকরা।

জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের রিকশা চালক রেজাউল ইসলাম (৩৫) বলেন,“আমি রিকশা চালিয়ে সংসার চালাই। চলমান করোনাভাইরাস সঙ্কটে ইউনিয়ন পরিষদ থেকে কোনো সহযোগিতা পাইনি। জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতির নির্দেশে প্রায় ২৫ দিন আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে রিকশা চালক পরিচয়পত্রসহ জাতীয় পরিচয়পত্র দিয়েছি। কিন্ত আজ অবদি কোনো সহযোগিতা পাইনি।’’

নীলফামারী পৌর শহরের সরকারপাড়া গ্রামের রিকশা চালক আব্দুস সালাম (৪৫) বলেন, “করোনাভাইরাস সঙ্কট শুরু হওয়ার পর থেকে আমাদের খাদ্য সঙ্কট শুরু হয়েছে। পরিবার চালাতে ঝুঁকির মধ্যেও নিরুপায় হয়ে রিকশা নিয়ে রাস্তায় বের হই।কিন্তু কোন যাত্রী পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় পৌরসভা থেকে পাঁচ কেজি চাল পেয়েছি আমি। সেটি দিয়ে পাঁচ সদস্যের পরিবার চলবে কতদিন?”

এ বিষয়ে জানতে চাইলে নীলফামারীর রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু তালেব বলেন,“রিকশা চালকরা যাতে ত্রাণ সহযোগিতা থেকে বঞ্চিত না হয় এজন্য পৌরসভার মেয়র ও উপজেলা চেয়ারম্যানের কথা বলেছি। তারা বলেছেন, যে সকল রিকশাচালক পৌর এলাকায় বসবাস করেন তাদের সংশ্লিষ্ট ওয়ার্ডে কাউন্সিলর এবং যারা ইউনিয়নে বসবাস করেন তাদের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যদের হাতে তালিকা জমা দিতে। রিকশা চালকেরা তালিকা জমা দিলে সংশ্লিষ্টরা তাদের ত্রাণ সহায়তা দেবেন।’’

এ বিষয়ে নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন,“ পৌর এলাকার রিকশা চালকদের তালিকা করে সহযোগিতা প্রদানের কাজ অব্যাহত রয়েছে। “