মানিকগঞ্জের কৃষি ব্যাংক কর্মকর্তার কোভিড-১৯ শনাক্ত

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা শাখার এক কৃষি ব্যাংক কর্মকর্তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2020, 11:28 AM
Updated : 6 May 2020, 11:28 AM

বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসরিন আক্তার ৩৮ বছর বয়সী এই কর্মকর্তার সংক্রমণের খবর নিশ্চিত করেন।

এদিকে এ ঘটনায় করোনাভাইরাস সংক্রমণ রোধে ব্যাংকটি ওই শাখার কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে প্রশাসন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাসরিন আক্তার বলেন, ঢাকার মিরপুরের বাসায় এই ব্যাংক কর্মকর্তার স্ত্রী ও সন্তান থাকেন। তিনি দৌলতপুরে থাকলেও মাঝেমধ্যে মিরপুর থেকে অফিস করতেন।

“গত সোমবার সকালে জ্বর ও কাশি নিয়ে তিনি কর্মস্থলে আসেন। এদিন সকালেই তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে তার নমুনা সংগ্রহ করে ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়। বুধবার সকালে পরীক্ষা ফলাফলে তার করোনাভাইরাস পজিটিভ আসে।”

নাসরিন আক্তার আরও বলেন, তিনি মিরপুরের বাসায় আইসোলেশনে আছেন। তার সংস্পর্শে আসা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নমুনা সংগ্রহ করা হচ্ছে।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারী বলেন, ব্যাংক কর্মকর্তার করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর বুধবার সকাল থেকে ব্যাংকের ওই শাখার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।