বরিশালে মেঘনায় ট্রলারডুবিতে ২ জনের মৃত্যু

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে ঝড়ে ট্রলার ডুবে এক কৃষক ও এক ছাত্রের মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2020, 11:17 AM
Updated : 6 May 2020, 11:17 AM

বুধবার হিজলা-গৌরবদী ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান।

মৃত কৃষক আব্দুর রব বেপারীর (৫৫) দেহ সকাল সাড়ে ১০টার দিকে এবং ছাত্র রাজীব ভূইয়ার (১৫) দেহ বেলা ১২টার দিকে জেলেরা উদ্ধার করে। তাদের দুজনেরই বাড়ি উপজেলার গোবিন্দপুর গ্রামে।

ওসি অসীম কুমার সিকদার বলেন, মাঠ থেকে সয়াবিন তুলতে কয়েকজন কৃষক উপজেলার চলকিল্লা এলাকা থেকে নদী পার হয়ে খালিশপুর যাচ্ছিলেন।

“১১ জন যাত্রী নিয়ে ছোট একটি জেলে-ট্রলার মেঘনার শাখা নদী ‘ছোট মেঘনার’ মাঝামাঝি যেতেই ঝড় শুরু হয়। ঝড়ের কবলে ট্রলারটি ডুবে গেলে নয় জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। কৃষক আব্দুর রব ও স্কুল ছাত্র রাজীব নিখোঁজ ছিলেন।”

পরে জেলেদের সহায়তায় নদীতে তল্লাশি চালিয়ে দুই জনের মরদেহ উদ্ধার করা হয় বলে ওসি জানান।