কোভিড-১৯: সিলেটে সুস্থ হয়ে ফিরলেন ৫ জন

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন পাঁচজন করোনাভাইরাস আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2020, 10:27 AM
Updated : 6 May 2020, 10:27 AM

বুধবার বেলা পৌনে ১টার দিকে হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয় বলে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র জানান।

এ সময় ওই পাঁচ ব্যক্তির হাতে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাসপাতালের কর্মকর্তারা।

সুশান্ত বলেন, “করোনাভাইরাসে আক্রান্তের পর থেকে তাদের কোনো শারীরিক সমস্যা ছিল না। তারা সুস্থই ছিলেন। তাদের পর পর দুটি টেস্ট নেগেটিভ এসেছে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সকল প্রটোকল আছে, সে অনুযায়ী আমরা তাদের রিলিজ করে দিয়েছি।“

বর্তমানে শামসুদ্দিন হাসপাতালে ১৪ জন করোনাভাইরাস পজিটিভ রোগী চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।

সিলেট বিভাগে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২৫৭ জন। যাদের মধ্যে চিকিৎসক, নার্স, হাসপাতালে কর্মী ও প্রশাসনের কর্মকর্তা রয়েছেন।