চুয়াডাঙ্গায় একজনের মৃত্যুর পর কোভিড-১৯ শনাক্ত

চুয়াডাঙ্গায় ২৯ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর পর তার কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ এসেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2020, 08:26 AM
Updated : 6 May 2020, 08:26 AM

সদর উপজেলার বলদিয়া গ্রামের এই ব্যক্তি গত ৩০ এপ্রিল কোভিড-১৯ উপসর্গ নিয়ে মারা যান। ওই দিনই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) শামীম কবির জানান, গত ২৯ এপ্রিল দুপুরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এই ব্যক্তি তাদের হাসপাতালে আসেন। পরদিন তার শ্বাসকষ্ট বেশি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলা হয়। কিন্তু স্বজনরা তাকে গ্রামের বাড়িতে নিয়ে যান। সেখানে তিনি মারা যান। স্বাস্থ্য বিভাগ তার নমুন সংগ্রহ করে কোভিড-১৯ পরীক্ষার জন্য পাঠায়। বুধবার প্রতিবেদন এসেছে। ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

তার বাড়িসহ গ্রামের কয়েকটি বাড়ি অবরুদ্ধ করা হয়েছে বলে তিনি জানান।

বুধবারের এই প্রতিবেদনে চুয়াডাঙ্গায় নতুন করে ছয়জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে বলে জেলার সিভিল সার্জন এএসএম মারুফ হাসান জানিয়েছেন।

সিভিল সার্জন বলেন, এই ছয় মধ্যে এক পরিবারের তিনজন রয়েছেন। তারা কয়েক দিন আগে ঢাকা থেকে চুয়াডাঙ্গায় আসেন। ছয়জনের মধ্যে পাঁচজন পুরুষ। তাদের মধ্যে চারজন সদর উপজেলার, একজন দামুড়হুদা ও একজন আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা। তাদের বয়স ১০ থেকে ৫০ বছর।

এই ছয়জনসহ চুয়াডাঙ্গায় মোট ১৬ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে জানান সিভিল সার্জন।