চালে অনিয়ম: মৌলভীবাজারে ২ ইউপি সদস্য বরখাস্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি চাল বিতরণে অনিয়মের প্রমাণ মেলায় ইউনিয়ন পরিষদের দুইজন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2020, 07:00 AM
Updated : 6 May 2020, 09:53 AM

এরা হলেন- শ্রীমঙ্গল কালাপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান ও ১ ২ ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সাহিদা বেগম রুপা।

স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রণায়লয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ শাখার উপ-সচিব ইফেতেখার আহমদ চৌধুরী মঙ্গলবার (৫মে) এক প্রজ্ঞাপনে এ আদেশ দেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে দুই ইউপি সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেয়ে তারা তদন্ত করেন।

“তদন্তে অনিয়মের প্রমাণ মেলারপর তার তথ্য-উপাত্ত ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। এ প্রেক্ষিতে স্থানীয় সরকার তাদের স্থায়ী পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করে।”