ফেনীতে ‘পানিতে পড়ে’ ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

ফেনীর সোনাগাজী ও দাগনভূঁঞা উপজেলায় পানিতে পড়ে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2020, 03:52 AM
Updated : 6 May 2020, 03:52 AM

তারা হল- সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দক্ষিণ চরসোনাপুর গ্রামের মিজানুর রহামানের ছেলে রিজভী হোসেন (৫), মেয়ে তাসপিয়া (৪) ও দাগনভূঁঞা উপজেলার সালাম নগর গ্রামের মো. আবু তাহেরের ছেলে তানজিমুল আহম্মেদ তাওসিফ (৩)।

মিজানুর রহামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকালে তার ছেলে ও মেয়ে বাড়ির পাশে খেলাধুলা করছিল। পরে স্থানীয়রা বাড়ির পাশে পুকুরে মৃতদেহ ভাসতে দেখে। তাদের সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি পুলিশ অবগত হয়েছে বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ।

দাগনভূঁঞা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুবাইয়েত বিন করিম আরেক শিশুর পরিবারের বরাতে জানান, তাওসিফ নামে এই শিশুটি বাড়ির সামনে একা খেলাধুলা করছিল। পরে সেখানে ডোবায় তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। তাকে দাগনভূঁঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।