কোভিড-১৯: রংপুরে আরও ৭ জন শনাক্ত

রংপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও সাতজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৮৩ জনে দাঁড়াল।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2020, 02:32 PM
Updated : 5 May 2020, 02:32 PM

মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী চৌধুরী লাইজু এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কলেজের অনুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে ৯৪টি নমুনার পরীক্ষা করা হয়। এতে ৭ জনের নমুনায় করোনাভাইরাস পজেটিভ ফল এসেছে।

আক্রান্তরা হলেন- রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দুই নার্স, রংপুর জেলখানার এক স্টাফ, পুলিশ লাইন্সের দুই সদস্য, রংপুর নগরীর জুম্মাপাড়ার একজন (৪২) ও রংপুর সদরের এক ব্যক্তি (৪৭)।

জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, মঙ্গলবারে আক্রান্ত সাতজনসহ রংপুর জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৩ জনে দাঁড়াল । এর মধ্যে ৬ জন সুস্থ হয়েছেন। বাকিদের বেশির ভাগই চিকিৎসকের পরামর্শে বাড়িতে আছেন। আর ১৭ জনকে রংপুর করোনাভাইরাস ‘ডেডিকেটেড’ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।