কোভিড-১৯: রাজবাড়ীতে আরও একজন শনাক্ত

রাজবাড়ীতে আরও একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ জনে দাঁড়াল।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2020, 01:28 PM
Updated : 5 May 2020, 01:30 PM

নতুন আক্রান্ত ব্যক্তির বাড়ি রাজবাড়ী শহরের ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকায়। ৩০ বছর বয়সী ওই যুবক ঢাকার একটি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করেন।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম বলেন, এক সপ্তাহ আগে ওই ব্যক্তি রাজবাড়ী আসেন। বিষয়টি জানার পর তাকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়। সম্প্রতি তার করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে রাজবাড়ী সদর হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠায়।

“মঙ্গলবার তার রিপোর্ট পজিটিভ আসার পর রাজবাড়ী জেলা স্বাস্থ্য বিভাগ ও সদর থানার পুলিশ তাকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠায়।”

সিভিল সার্জন বলেন, গত সপ্তাহে ৩৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এদের মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ পর্যন্ত রাজবাড়ীতে মোট ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। যাদের মধ্যে আটজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বাকীরা রাজবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন।