কোভিড-১৯: যশোরে সাত চিকিৎসকসহ আক্রান্ত আরও ১১

যশোরে আরও ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যাদের মধ্যে সাত জন চিকিৎসকও রয়েছেন।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2020, 10:55 AM
Updated : 5 May 2020, 10:55 AM

সিভিল সার্জন কার্যালয় জানায়, শোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগার থেকে আসা এই ফলাফল মঙ্গলবার জানানো হয়েছে। এর আগে জেলায় ৫৮ জন আক্রান্ত হয়েছিলেন।

যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, শনাক্ত চিকিৎসকদের মধ্যে এক জন ছাড়া অন্যদের কোনো উপসর্গ ছিল না। যে চিকিৎসকের উপসর্গ ছিল তিনি একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারের প্রধান অধ্যাপক ইকবাল কবির জাহিদ জানান, যশোরের ৫৭টি নমুনা পরীক্ষা করে ১১টির করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহনেওয়াজ জানান, ১১ জনের মধ্যে যশোর জেনারেল হাসপাতালের দুই জন চিকিৎসক, শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই জন চিকিৎসক, চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই জন চিকিৎসক, ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের এক জন চিকিৎসক ও দুই জন স্বাস্থ্যকর্মী এবং কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এক জন সেবিকা।

জেলায় এ পর্যন্ত মোট ৬৯ জন আক্রান্ত হয়েছেন বলে শাহনেওয়াজ জানিয়েছেন।