সুন্দরবনে ‘শিকারিদের ফাঁদে ২২ হরিণ’

সুন্দরবনে জবাই করা ৩০ কেজি হরিণের মাংসসহ তিন শিকারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তাদের ফাঁদে আটকা পড়া ২২টি হরিণ ছেড়ে দেওয়া হয়েছে বলে বনকর্মীরা জানিয়েছেন।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2020, 09:02 AM
Updated : 5 May 2020, 09:02 AM

সুন্দরবন পূর্ব বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) বেলায়েত হোসেন বলেন, সোমবার গভীর রাতে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের টিয়ারচর এলাকায় শিকারিরা ফাঁদ পেতে হরিণ শিকার করছিলেন। গোপন খবর পেয়ে সেখানে অভিযান চালান বনকর্মীরা।

ডিএফও বলেন, “শিকারিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তিনজনকে ধরে ফেলেন বনকর্মীরা। পরে তাদের কাছ থেকে দুটি  ট্রলার, একটি ডিঙি নৌকা, ৭০০ ফুট জাল ও জবাই করা ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এছাড়া শিকারিদের পেতে রাখা ফাঁদে ২২টি হরিণ আটকে পড়েছিল। হরিণগুলো ছেড়ে দেওয়া হয়েছে।”

এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে শিকারিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।