সুনামগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেপ্তার

সুনামগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় এক টিভি সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2020, 08:01 AM
Updated : 5 May 2020, 08:01 AM

গ্রেপ্তার মাহতাব উদ্দিন তালকদার এসএ টিভির সুনামগঞ্জ প্রতিনিধি ও স্থানীয় ‘দৈনিক হাওরাঞ্চের কথা’র সম্পাদক ও প্রকাশক।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, সোমবার রাত ১২টার দিকে ধর্মপাশা থানায় মাহতাব উদ্দিন তালুকদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন উপজেলার সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেনুয়ার হোসেন খান।

এই মামলায় ওই রাতেই সুনামগঞ্জ শহরের বলাকা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

ওসি দেলোয়ার মামলার নথির বরাতে বলেন, “সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধরমপাশা) আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন দুদকের একটি মামলায় আটক হয়েছেন এমন ফেইসবুকে প্রচার করেন মাহতাব উদ্দিন তালুকদার। মিথ্যা প্রচারে সংসদ সদস্যের সম্মানহানি হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।”

ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯, ৩১, ৩৫ ধারায় মামলা করা হয়েছে বলে তিনি জানান।

তবে সাংবাদিক মাহতাব উদ্দিন তালুকদার অভিযোগ অস্বীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সোমবার সন্ধ্যায় আমার ফেইসবুক আইডি হ্যাকড হয়। পরে তা আমি উদ্ধার করেছি। আমি সংসদ সদস্যকে নিয়ে কিছু প্রচার করিনি।”