করোনাভাইরাস: ওসমানীর ১৬ ইন্টার্ন চিকিৎসক আক্রান্ত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ১৬ ইন্টার্ন চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2020, 03:46 AM
Updated : 5 May 2020, 06:14 AM

হাসপাতালের উপ- পরিচালক হিমাংশু লাল রায় জানান, সোমবার তারা এই প্রতিবেদন পেয়েছেন। আক্রান্ত সবাই ৫৩তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসক। তাদের মধ্যে  ১৫ জনই তরুণী।

ঘটনা প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে চিকিৎসকদের ফেইসবুক গ্রুপে আলোচনা চলছে।

গ্রুপে একজন চিকিৎসক লিখেছেন, “৫৩তম ব্যাচের নতুন ইন্টার্নদের ১৬ জনের কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ এসেছে। আশ্চর্য বিষয় হল তাদের কারও কোনো লক্ষণ নেই।  তাই তাদের আবার পরীক্ষা করা হবে।”

গত ২৩ এপ্রিল ওসমানী হাসপাতালের এক শিক্ষানবিশ চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি হাসপাতালের ইন্টার্ন হোস্টেলে থাকেন। এরপর ৭৮ শিক্ষানবিশ চিকিৎসককে কোয়ারেন্টিনে রাখা হয়। তাদের পরীক্ষায় সোমবার ১৬ জনের পজিটিভ আসে।

চিকিৎসকদের ওই গ্রুপে ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ মইনুল হক লিখেছেন, "৫৩তম ব্যাচ, তোমাদের আবার পরীক্ষা করা হবে। ভয়ের কোনো কারণ নাই। ইনশাল্লাহ নেগেটিভ আসবে। আমরা তোমাদের সাথেই আছি।”