গাইবান্ধায় করোনাভাইরাস থেকে সুস্থ হলেন ১০ জন

গাইবান্ধায় করোনাভাইরাসকে পরাজিত করে ১০ জন বাড়ি ফিরেছেন।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2020, 06:27 PM
Updated : 4 May 2020, 06:27 PM

তাদের একজন হলেন সদর উপজেলার বাসিন্দা জেলায় প্রথম করোনাভাইরাস শনাক্ত আমেরিকা প্রবাসী এক নারী। এছাড়া রয়েছেন তার সংস্পর্শে এসে আক্রান্ত হওয়া সাদুল্লাপুরের এক নারী, সুন্দরগঞ্জের এক নারী ও গাইবান্ধা সদরের এক নারী।

অন্য ছয় জন হলেন নারায়ণগঞ্জফেরত বাবার সংস্পর্শে এসে আক্রান্ত গোবিন্দগঞ্জের একাদশ শ্রেণির শিক্ষার্থী, তার মা ও দুই চাচা, ঢাকাফেরত সাঘাটার এক যুবক (৩২) এবং নারায়ণগঞ্জফেরত এক যুবক (২৮)।

গাইবান্ধা করোনাভাইরাস সংক্রান্ত নিয়ন্ত্রণ কক্ষ থেকে সোমবার সিভিল সার্জনের ব্যক্তিগত সহকারী কাজী আব্দুল আহাদ জানান, এই ১০ জনের ফলোআপের জন্য দ্বিতীয়বার করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়; সোমবার সবার করোনাভাইরাস নেগেটিভ শনাক্ত হয়েছে।

তিনি আরও জানান, এছাড়া জেলায় সর্বমোট ২৩ জন শনাক্তের মধ্যে এক জন মারা গেছেন ও ১২ জন বর্তমানে আইসোলেশনে রয়েছেন।

গাইবান্ধা সিভিল সার্জন এবিএম আবু হানিফ জানান, আইসোলেশন থেকে ছাড়া পাওয়া সবাইকে নিজ নিজ বাড়িতে আরও ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।