সাভারে ‘অনুমোদনবিহীন’ জীবাণুনাশক তৈরির কারখানা

করোনাভাইরাস মহামারীতে ব্যাপক চাহিদার সুযোগে সাভারে অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের অভিযোগে একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2020, 04:30 PM
Updated : 4 May 2020, 04:30 PM

সোমবার হেমায়েতপুরের হরিণধরা এলাকায় 'ইয়ামানা কেমিক্যালস লিমিটেড' নামের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, দোকানে স্যাভলন কিনতে গিয়ে এই নকল পণ্যের বিষয়টি তার নজরে আসে। সন্দেহ হলে খোঁজ নিয়ে জানতে পারেন প্রতিষ্ঠানটি অনুমোদনহীন। পণ্যের গায়ে বিএসটিআইএর সিল নেই।

“তারা স্যাভলন, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াস, ফ্লোর ক্লিনারসহ বিভিন্ন ধরনের নকল জীবাণুনাশক তৈরি করে সাভারের বিভিন্ন দোকানে সরবরাহ করে আসছিল।”

তিনি আরও বলেন, কারখানাটি সিলগালা করে ট্যানারি পুলিশ ফাঁড়ির জিম্মায় দেওয়া হয়েছে। অভিযানের খবর পেয়ে মালিক পালিয়ে গেছে। তাকে খুঁজে ধরে এনে দণ্ড দেওয়া হবে।