রংপুরে পুলিশসহ আরও ১৪ জনের কোভিড-১৯ শনাক্ত

রংপুরে একদিনে ১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যাদের মধ্যে চারজন হলেন পুলিশ সদস্য।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2020, 02:23 PM
Updated : 4 May 2020, 02:23 PM

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এ কে এম নুরুনবী লাইজু।

নুরুনবী লাইজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে রংপুর জেলায় ১৪ জন আক্রান্ত হয়েছেন।

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ২ চিকিৎসক

রংপুরে ডেডিকেটেড করোনাভাইরাস আইসোলেশন হাসপাতাল থেকে আরও দুইজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

টানা ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক আব্দুল হালিম ও আফসানা লিজা ছাড়পত্র পেয়েছেন বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক এস এম নুরুনবী।

এস এম নুরুনবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৮ এপ্রিল আব্দুল হালিম লাভলু এবং পরদিন তার সহকর্মী আফসানা লিজার করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়। এরপর ওই দুই চিকিৎসককে রংপুর ডেডিকেটেড করোনাভাইরাস আইসোলেশন হাসপাতালে ভর্তি করা হয়। “সেখানে দুই সপ্তাহ চিকিৎসা নিয়ে তারা সুস্থ হয়ে ওঠেন। গত ২৪ ঘণ্টায় তাদের দুজনের পরপর দুইবার নমুনা পরীক্ষায় নেগেটিভ ফল আসে। এতে করোনাভাইরাস শনাক্ত না হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়।”

হাসপাতাল ছেড়ে যাওয়ার সময় হাসপাতালের তত্ত্বাবধায়কসহ চিকিৎসকবৃন্দ তাদের ফুল ও চিঠি দিয়ে শুভেচ্ছা জানিয়ে বিদায় জানান।