কোভিড-১৯: নারায়ণগঞ্জে আরও দুই জনের মৃত্যু

নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে; নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২৭ জন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2020, 11:02 AM
Updated : 4 May 2020, 11:02 AM

এ নিয়ে কোভিড-১৯ আক্রান্ত হয়ে জেলায় মোট ৫০ জনের মৃত্যু হলো; আক্রান্তের সংখ্যা হলো এক হাজার ৫৩।

জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ সোমবার একথা জানান।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নগর এলাকায় মৃত্যু হয়েছে ৩৫ জনের, আক্রান্ত হয়েছে ৬৩২ জন ও নমুনা সংগ্রহ করা হয়েছে ৭৭৬ জনের। সদর উপজেলায় মৃত্যু হয়েছে ১১ জনের, আক্রান্ত হয়েছে ৩০৯ জন ও নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮৩৬ জনের, বন্দরে মৃত্যু হয়েছে একজনের, আক্রান্ত হয়েছে ২৩ জন। রূপগঞ্জে মৃত্যু হয়েছে ১ জনের, আক্রান্ত হয়েছে ১৪ জন ও নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫৭ জনের।
আড়াইহাজারে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি; সেখানে আক্রান্ত হয়েছে ২৮ জন এবং নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৫০ জনের। সোনারগাঁওয়ে মৃত্যু হয়েছে ২ জনের, আক্রান্ত হয়েছে ৩৩ জন, নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭৯ জনের।

করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলা নারায়ণগঞ্জ।এই পরিস্থিতিতে গত ৮ এপ্রিল থেকে নারায়ণগঞ্জ জেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে।