বরিশালে করোনাভাইরাস ইউনিটে যুবকের ‍মৃত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা ফেরত এক যুবক মারা গেছেন।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2020, 03:51 PM
Updated : 3 May 2020, 03:51 PM

রোববার রাত পৌনে ৮টার দিকে ওই যুবকের মৃত্যু হয়। দুই দিন আগে রাজধানী ঢাকা থেকে বরিশালে এসেছেন তিনি।

মৃত ২২ বছর বয়সী যুবক বরিশাল নগরীর পলাশপুর এলাকার বাসিন্দা।

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, অসুস্থ অবস্থায় গত শনিবার দুপুর আড়াইটার দিকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন ওই যুবক।

“জ্বর, শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাত আড়াইটার দিকে করোনা ইউনিটে স্থানান্তর করা হয়।

“রোববার রাত পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়েছে। ”

তার মৃত্যুর আগেই বিকালে ওই যুবকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা, রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে বলে জানান হাসপাতালের পরিচালক।

বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে ১৪ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৬ জন কোভিড-১৯ এ আক্রান্ত। বাকি ৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে শুক্রবার ৫৫ বছর বয়সী ঝালকাঠী জেলার এক ব্যক্তি মারা যান এ হাসপাতালে।