মাগুরায় ‘৩৮৫ ভিক্ষুককে’ টাকা ও খাদ্যসাহায্য

মাগুরায় ‘৩৮৫ জন ভিক্ষুককে’ ৫০০ করে টাকা ও খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে বলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানিয়েছেন।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2020, 07:45 AM
Updated : 3 May 2020, 10:56 AM

ইউএনও আবু সুফিয়ান বলেন, সদর উপজেলার ১৩ ইউনিয়নে  ইতোমধ্যেই  গরির, দুস্থ, অসহায় মানুষকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। এবার ৩৮৫ জন তালিকাভুক্ত  ভিক্ষুককে  ৫০০ করে টাকাসহ পাঁচ কেজি চাল , তিন কেজি আলু, এক কেজি চিনি ও এক কেজি করে ডাল দেওয়া হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে মাগুরা সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে ভিক্ষুকদের এই সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। সভাপত্বিত করেন জেলা প্রশাসক আশরাফুল আলম। এ সময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, রাঘবদাইড়  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির, জগদল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, কুছুন্দি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ও হাজরাপুর ইউপি চেয়ারম্যান কবির হোসেন উপস্থিত ছিলেন।